Categories
কবিতা সাধারণ

তুমিহীন অনুভূতি

নিভু নিভু বিকেলের তুমিহীন এক আকাশ জুড়ে আরব সাগরের তীরে একাকী উদাস মনে দাঁড়িয়ে। মেঘের হতাশা , কবেকার শুকিয়ে যাওয়া অশ্রু , ঠোঁটের কোনে ম্লান হয়ে যাওয়া হাসি, নীল নীল বেদনায় উড়ে যায় দুরের পাখি ।