Comment ( 1 )

  1. / ab.rahman
    আপনি কি জানেন কাজী নজরুল ইসলামকে কেন 'দুখু মিয়া' বলা হয়? কাজী নজরুল ইসলামের পিতা ফকির আহমদ এবং মাতা জাহেদা খাতুনের বিবাহের এক বছর পরই মাতা জাহেদা খাতুনের গর্ভে একটি ফুটফুটে শিশুর জন্ম হয় । কিন্তু জন্মের কিছু দিন পরেই শিশুটি মারা যায় । এরপর পরের বছর জন্ম নেয় আরেকটি শিশু । জন্মের কিছু দিন পর শিশুটি মারা যায় । এভাবে তার ৪টি সন্তান হারান । অবশেষে জন্ম নেয় নজরুল ইসলাম । তার আগে ৪টি সন্তান মারা যাওয়ায় মা তার নাম রাখেন 'দুখু মিয়া'। এছাড়া গ্রামের মানুষ কাজী নজরুল ইসলামকে 'খেপা' বলেও ডাকত । কেন তাকে 'খেপা' বলে ডাকত তা অন্য সময় লিখব ।

Leave a reply